দুর্নীতি

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর: ৩৩৮ কোটির দুর্নীতি! সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

আবগারি দুর্নীতি মামলায় বিগত প্রায় ৭ মাস ধরে জেলে রয়েছেন আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া। বারবার জামিনের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। 
একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য সরকারকে তোপ দিলীপের
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আবগারি দুর্নীতির অভিযোগে সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি। জামিনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিসোদিয়ার আইনজীবী। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দেয়। 

তবে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। আগেই ইডিকে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে সিসোদিয়ার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ প্রমাণ করা কঠিন। শুধুমাত্র ঘুষ নেওয়া হয়েছে, অনুমানের ওপর ভিত্তি করে মামলা দাঁড় করানো কঠিন। 

আবগারি নীতির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে আপ নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়ার বিরুদ্ধে। আর সেই অভিযোগই টলিয়ে দেয় দিল্লির শাসক দলকে। যে আবগারি নীতি তৈরি করেছিল দিল্লির আপ সরকার, তাতেই বড়সড় বেনিয়ম হয় বলে অভিযোগ। এমনকি ৩৩৮ কোটি টাকার লেনদেনের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর