ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: ২০ শতাংশ বোনাসের দাবিতে ধর্নায় চা শ্রমিকেরা
২০ শতাংশ বোনাসের দাবিতে কাজ বন্ধ রেখে ধর্নায় বসলো বানারহাটের চা বাগানের সমস্ত শ্রমিক। শনিবার সকাল থেকে চা বাগানের কাজকর্ম বন্ধ। বানারহাটের প্রায় সব বাগানেই গেট মিটিং হয়। গ্যান্দ্রাপাড়া চা বাগানের তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি শ্রমিক সংগঠনের শ্রমিকেরা একসাথে মিটিং করে। দেড় ঘণ্টা মিটিং চলার পরেও বোনাস নিয়ে কোন সমাধান বের হয় না।
সাতসকালেই মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা
এই খবর জানতে পেরে শ্রমিকরা চা বাগানের কাজে না গিয়ে ফ্যাক্টরির গেটের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে। ধর্নায় তাঁরা জানায় ২০ শতাংশ বোনাস না দিলে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবে। দুপুর পর্যন্ত ফ্যাক্টরি গেটের সামনে এই বিক্ষোভ চলে। চা বাগানের ইউনিয়নের দাবি, তাঁরা সকালে গেট মিটিং করে সমস্ত শ্রমিককে কাজে যাওয়ার অনুরোধ করে। কিন্তু বোনাসের সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা আবার ধর্নায় বসে পরে। ইভিএম নিউজ