ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: হ্যাকিং নিয়ে মহুয়ার পাশে রাহুল!
নিজের এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর আইফোন ও ইমেইল হ্যাক করতে চায় কেন্দ্রীয় সরকার এমনটাই অভিযোগ তোলেন মহুয়া। আইফোন নির্মাতা সংস্থা অ্যাপেলের তরফ থেকে তাঁর কাছে এমনই সতর্কবার্তা এসেছে। এক্সে অ্যাপেলের পাঠানো বার্তা ও ইমেইলের স্ক্রিনশট পোস্ট করেন মহুয়া।
অ্যাপেলের পাঠানো বার্তায় লেখা রয়েছে, ‘ রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনার আইফোনকে হয়তো টার্গেট করেছে। এই রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, তাহলে তারা আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন, ক্যামেরা ও মাইক্রোফোনের অ্যাক্সেস পেয়ে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।’
শুধু তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নন, ইন্ডিয়া জোটের অনেকেই অ্যাপলের থেকে হ্যাকিং সংক্রান্ত সতর্কবার্তা পেয়েছেন। মহুয়া জানিয়েছেন, তিনি ছাড়া প্রিয়ঙ্কা চতুর্বেদী, শশী থারুর, রাঘব চড্ডা, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, পবন খেরাও অ্যাপলের এই সতর্কবার্তা পেয়েছেন। এরপরেই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
রাহুল গান্ধী জানান, ফোন হ্যাকিংয়ের চেষ্টা বা ওই সতর্কবার্তা আসলে বিরোধীদের বেপথু করার চেষ্টা। মোদী চান না, বিরোধীরা যে পথে এগোচ্ছেন সেই পথে আরও এগিয়ে যান ও তাঁদের লক্ষ্যে পৌঁছন। ইভিএম নিউজ