ইভিএম নিউজ ব্যুরো, ২১ এপ্রিলঃ (Latest News) হেমতাবাদে অনুষ্ঠিত হল শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের পুজো। সারা ভারতবর্ষে মতুয়া মহাসংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদের ৪৫তম পূজো অনুষ্ঠিত হলো হেমতাবাদ বারুইবাড়ি কলোনি এলাকায়।
বিগত তিন বছরে করোনা মহামারির প্রকোপে এই উৎসবে কিছুটা ভাঁটা পরলেও এবছর আগের মতোই মহাসমারোহে পালিত হলো এই উৎসব। এই উৎসবে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই উৎসবে ভক্ত ও সাধারণ মানুষদের জন্য জলপানের ব্যবস্থা করা হয়েছিল এবং উৎসব চলাকালীন তার পাশাপাশি খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর আনুযায়ী এই উৎসব বহু বছরের পুরনো, আনুমানিক ৪৫ বছরের। বিভিন্ন জায়গা থেকে নাম কীর্তন ও মতুয়া সংঘের দল যোগ দিয়েছিল এই উৎসবে। উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দও, রাকেশ কর্মকার,বাসুদেব হালদার সহ অন্যান্যরা। (EVM News)