হার

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: হার মেসিদের| হারলো ব্রাজিলও

পরবর্তী বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জনের ম্যাচে পরাজয়ের মুখ দেখল মেসির আর্জেন্টিনা। ফলে টানা ১৪ ম্যাচ পরে থামল আর্জেন্টিনার বিজয়রথ। উরুগুয়ের কাছে তারা ২- ০ গোলে হারলো। আর্জেন্টিনার রাজধানি গুয়েন্স আইরেসে আয়োজিত এই ম্যাচে দর্শক সংখ্যা জথেস্থ হতাশ আর্জেন্টিনার সমর্থকেরা।

বুমরায় বাজি বিশ্বনাথের

গতবার কাতার বিশ্বকাপে গ্রুপ লিগে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। কিন্তু গতকালের ম্যাচে আবার ৪১ ও খেলার শেষ মুহূর্তে ২ টি গোল করে উরুগুয়কে জয় এনে দেন আরাউখো নুনেস। অপরদিকে টানা ২ ম্যাচে দঃ আমেরিকা গ্রুপে হেরে পঞ্ছম স্থানে নেমে গেলো ব্রাজিল। ব্রাজিলের কাছে পাহাড়ের মতো দাড়িয়ে পরে লুইস দিয়াস। কলোম্বিয়ার জালে ৪ মিনিটের মাথায় বল ঢুকিয়ে দেন ব্রাজিলের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কিন্তু ৭৫ ও ৮৯ মিনিটে দুটি গোল করেন লুইস। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর