রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে খড়ি। প্রজাতন্ত্র দিবসের দিন সরস্বতী পুজোয় এমনই অভিনব ঘটনা ঘটতে চলেছে রাজভবনে। বাংলায় এসে বাংলা শেখার ইচ্ছে নিয়েই রাজ্যপাল বিদ্যার আরাধ্য দেবীর উপস্থিতিতে হাতে খড়িতে বসবেন। আর এই নিয়ে রাজভবনে সাজো সাজো রব।এমনিতেই ঐদিন রাজ্যপালের ঠাসা কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই রেডরোডে প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে উপস্থিত থাকবেন তিনি। এরপর গুণীজনদের সঙ্গে রাজভবনে চা-চক্রে মিলিত হবেন রাজ্যপাল । আর দিনের শেষ কর্মসূচি হাতে খড়ি অনুষ্ঠানটি হয়ে উঠবে সবথেকে বেশি আকর্ষণীয়। রাজ্যপালের বাংলার প্রতি টানের কথা ইতিমধ্যেই সকলেরই জানা। কারণ তাঁর কর্মজীবন শুরু হয়েছিল এই শহর কলকাতাতেই। ফলে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলার বিভিন্ন কবি সাহিত্যিকের সৃষ্টি সম্পর্কে তিনি একজন মনোযোগী মানুষ। আর তাই,বাংলা নিয়ে তাঁর আগ্রহের জন্যই এই হাতে খড়ি।