ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর: হাতির তাণ্ডবে অতিষ্ঠ জনজীবন
বানরহাটে খাবারের সন্ধানে হাতির তাণ্ডব। রাতের অন্ধকারে নয়, দিবালোকেই তাণ্ডব হাতির।
কলকাতায় চাঁদার জুলুম! বাধা দিতে গেলে মারধর পুলিশকে
খাবারের সন্ধানে বিকাল ৪ টের সময় লোকালয়ে ঢুকে পড়ে একটি বুনো হাতির দল। এই ঘটনায় রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায়শই হাতির দল এই অঞ্চলে হানা দেয়। হাতির দলের হানার কারণে সম্পত্তির ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি ফসলও নষ্ট হয়। এমনকী হাতির তাণ্ডবে অনেকের ঘরবাড়িও ভেঙে গিয়েছে।
সবেমাত্র পাক্তে শুরু করেছে ধান। আর এর মধ্যেই হাতির হানা। চিন্তায় ঘুম উড়েছে কৃষকদের। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের অস্ত্র চিৎকার আর আগুনের মশাল। তবে আগুনের মশাল নিয়ে ধাওয়া করলে হাতির দল ঢুকে পড়ে তাতপোড়া ফরেস্টে, আর সেখান থেকেই ঝুকে পড়ে পাশের চাষের জমিতে। তাণ্ডব চালিয়ে নষ্ট করে বিঘা বিঘা ফসল।
এমনকি স্থানীয়দের অভিযোগ, বনকর্মীরা হাতির দল তাড়িয়ে দিলেও, আবার পড়ে হানা দেয়। এই অবস্থায় নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের দাবি জানায় বানরহাটের স্থানীয়রা। ইভিএম নিউজ