ইভিএম নিউজ ব্যুরো, ১২ মেঃ দ্বিতীয় হুগলী সেতুর পর খুব শীঘ্রই শুরু হতে চলেছে হাওড়া ব্রিজের মেরামতির কাজ। প্রায় ২৭ দিন ধরে চলবে এই মেরামতির কাজ। কলকাতা ট্রাফিক পুলিশের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এই কাজ খুব শীঘ্রই শুরু করতে চলেছে কলকাতা পোর্ট ট্রাস্ট। প্রতিনিয়ত হাওড়া ব্রিজ দিয়ে বহু সংখ্যক গাড়ি যাতায়াত করতে থাকে। আর সেই কথা মাথায় রেখে রাত ১০ থেকে সকাল ৬ পর্যন্ত চলবে এই মেরামতির কাজ।
বিশেষ করে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরার জন্য অসংখ্য যাত্রী এই ব্রিজ হয়ে যাতায়াত করেন। এর ফলে তাঁরা ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কবে থেকে হাওড়া ব্রিজের মেরামতির কাজ শুরু হতে পারে সে বিষয়ে কলকাতা বন্দরের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, আগামী ১০ মে থেকে কলকাতা পুলিশ হাওড়া ব্রিজ মেরামতের অনুমোদন দিয়েছে। এই মেরামতির জন্য সাড়ে ৩ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। এই মেরামতির পোশাকি নাম হল ‘ডেক সারফেস’ মেরামতি।
পোর্ট ট্রাস্ট সূত্রে খবর, ব্রিজের একের তিন অংশ মেরামতের কাজ হবে। আর বাকি অংশে গাড়ি চলাচল করবে। প্রথমে হাওড়া ব্রিজের রাস্তার উপর থাকা পিচের আস্তরণ সম্পূর্ণ তুলে ফেলা হবে। এরপর পিচের নিচে থাকা ব্রিজের ইস্পাতের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। সেগুলি পরীক্ষা করার পর কোনও ক্ষয়ক্ষতি পাওয়া গেলে মেরামত করা হবে এবং একেবারে শেষ পর্যায়ে ২৫ মিলিমিটার বিটুমিনাস দিয়ে ম্যাস্টিক রাস্তা তৈরি করা হবে। এর ফলে ব্রিজের ভার অনেক কমবে। মোট নটি পর্যায়ে মেরামতের কাজ করা হবে। আর এক একটি পর্যায়ে ২০০×৭ মিটার অংশে মেরামত করা হবে। এই মেরামতের কাজের জন্য গত ১০ মার্চ বন পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। এরপর কলকাতা পুলিশ, হাওড়া কমিশনারেট এবং বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে গত ১৯ এপ্রিল হাওড়া ব্রিজ পরিদর্শন করেন বলে জানা গিয়েছে। আর তারপরেই মেরামতের অনুমতি দেওয়া হয়। (EVM News)