ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: হাইকোর্ট রক্ষাকবচ না মেলায়, সুপ্রিম কোর্টে নিশীথ প্রামাণিক

খুনের মামলায় নিশীথ প্রামাণিকের রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

আজ দিল্লীর সাংসদ বাংলো ছাড়ার ‘ডেডলাইন’| তবে কি বাংলো ছাড়ছেন মহুয়া? 

২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম উঠে আসে। খুনের ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিল সেই মামলার শুনানি ছিল। সেখানেই  নিশীথ প্রামাণিকের রক্ষাকবচের আর্জি খারিজ হয়ে যায়।

রক্ষাকবচ না মেলায় নিশীথকে গ্রেফতার করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই। পুলিশ চাইলে নিশীথ প্রামাণিককে গ্রেফতার করতে পারে। সেই কারণেই দ্রুত সুপ্রিম কোর্টে রক্ষাকবচের আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর