রাজীব ঘোষ, ৮ সেপ্টেম্বর: হলদিরামের শেয়ার কিনতে চলেছে টাটা! হলদিরামের অর্ধেকের বেশি কিনতে চলেছে টাটা। এমনটাই জানা যাচ্ছে রয়টার্সের এক রিপোর্ট থেকে।

হলদিরামের শেয়ার কিনতে চলেছে টাটা গ্রুপ। এমনটাই রয়টার্সের এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে। সেই খবর অনুযায়ী, টাটা কনজিউমার প্রোডাক্ট (Tata Consumer Products) নামকিন ভুজিয়া ও মিষ্টির খুচরো চেইন কোম্পানি, হলদিরামের শেয়ার কেনার বিষয়ে এগিয়েছে। ইতিমধ্যেই টাটা গ্রুপের সঙ্গে হলদিরামের এই শেয়ার কেনাবেচা নিয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে হলদিরামের ৫১ শতাংশ শেয়ার টাটা কনজিউমার কিনে নিতে পারে বলে জানা যাচ্ছে।

টাটা গ্রুপের শেয়ারে লাখপতি!

হলদিরামের নামকিন ভুজিয়া ও বিভিন্ন ধরনের মিষ্টির বিরাট একটা মার্কেট রয়েছে। ব‍্যাপক জনপ্রিয়তা রয়েছে খাদ্য রসিকদের মধ্যে। সাধারণ মানুষও প্রায়ই হলদিরামের (Haldiram Foods) এই ধরনের খাবার খেতে পছন্দ করেন। ফলে একটা বিরাট বড় মাপের ব্যবসা চলে হলদিরামের। সারা দেশজুড়ে ১৫০টিরও বেশি রেস্তোরা রয়েছে। যেখানে মিষ্টি ও এই নোনতা ভুজিয়া ধরনের খাবার পাওয়া যায়।

দেশের মধ্যে হলদিরামের দখলে প্রায় ১৩ শতাংশ বাজার রয়েছে। একটি তথ্য থেকে জানা যাচ্ছে, নামকিন ভুজিয়া ধরনের খাবারের বাজারের আয়তন দেশে প্রায় ৬ বিলিয়ন ডলারের। পাশাপাশি, হলদিরামের খাবারের চাহিদা রয়েছে সিঙ্গাপুর, আমেরিকার মতো দেশেও। আর সেই হলদিরামের ১০% শেয়ার কেনার প্রস্তুতি নিচ্ছে প্রাইভেট ইকুইটি ফার্ম বেইন ক্যাপিটালও। আর এটা জানার পরে টাটা কনজিউমার প্রোডাক্টের স্টকে যথেষ্ট বৃদ্ধি দেখা গিয়েছে।

টাটা কনজিউমার ২.৩৭ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ৮৬৬ টাকায় লেনদেন করছে। এর আগে টাটা গ্রুপ মিনারেল ওয়াটার কোম্পানি Bisleriকেও কিনতে চেয়েছিল। তবে সেই চুক্তিটি সফল হয়ং

Reuters-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে, টাটা গ্রুপের কাছে এই শেয়ার বিক্রির জন্য হলদিরামের তরফে ১০ বিলিয়ন ডলারের মূল্য চাওয়া হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ হাজার কোটি টাকা। টাটা কনজিউমারের তরফে এই দাম যথেষ্ট বেশি বলেই মনে করা হচ্ছে। তবে যদি এই চুক্তি টাটা কনজিউমার প্রোডাক্টস বাস্তবায়িত করে, তাহলে পেপসি, বিকানের ও রিলায়েন্স রিটেলের মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা হবে। তবে এখনও পর্যন্ত টাটা কনজিউমার প্রোডাক্ট ও হলদিরামের তরফে এই চুক্তির বিষয়ে কিছু বলা হয়নি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর