সংকল্প দে, ১৫ মেঃ (Latest News) বেলঘরিয়ায় আয়োজিত হল স্পেশাল চাইল্ডদের এক বিশেষ অনুষ্ঠান

যাঁরা সমাজে ব্রাত্য একটু পিছিয়ে পড়া,তাঁরা নৃত্য ও সংগীতের মাধ্যমে নিজেদের আনন্দ ভাগ করে নিলো।নাচের তালে এগিয়ে যাক ওরা, ফিরে আসুক জীবনের ছন্দে, ওরা ও কেনো পিছিয়ে থাকবে, কেনো সমাজ পরিজন ওদের হেলাফেলা ভাববে এটা শুধু কথাতে নয় দেখিয়ে দিলো ওরা ও পারে।

বেলঘরিয়া তিমির মঞ্চে মন ও মুদ্রা আয়োজন করল স্পেশাল চাইল্ডদের নিয়ে মন মুগ্ধ অনুষ্ঠান। নৃত্য করেছেন স্পেশাল বাচ্চারা সাথে আরো অনেকেই, নৃত্যর তালিম দিয়েছেন দেবারতি গোস্বামী, যার প্রচেষ্টা ও ভাবনায় এই উদ্যোগ, সহযোগিতায় আনন্দ বিশ্বাস।২৫ জন স্পেশাল বাচ্চাদের নিয়ে পথ চলার শুরু দেবারতি গোস্বামীর। তারপরের চ্যালেঞ্জ টা আরো কঠিন কি করে ওরা সমাজে অন্যের ওপরে ভরসা না করে অর্থ উপার্জন করতে পারবে,একের পর এক সেই ভাবনা থেকে ওদের নিজেদের হাতে বানানো নানা রকমের রঙিন জিনিস শেখানো নৃত্য শেখানোর উদ্যোগ নিয়েছেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর