ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর: স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ চিকিৎসকের| অবশেষে পুলিশের দ্বারস্থ চিকিৎসক
দিনরাত উচ্চস্বরে গান শোনেন স্ত্রী, বাধা দিতে গেলেই জোটে মারধর। থানায় গিয়ে কাতর আর্জি উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতী নগরের বাসিন্দার। জানান পেশায় চিকিৎসক তিনি।
কামদুনি রায়ের প্রতিবাদে ভবানী ভবনে বিক্ষোভ
গত ৬ বছর ধরে প্রতিদিন উচ্চৈঃস্বরে গান শোনেন স্ত্রী। প্রতিবাদ করতে গেলেই জোটে মারধর। থানায় এমনটাই অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিত চিকিৎসক। ২০১৭ সালে বিয়ে হয় তাঁদের, এরপর থেকেই বউয়ের এইরকম অত্যাচারে এক প্রকার অতিষ্ঠ তিনি। এমনকি দিনরাত স্ত্রীর হাই ভলিউমে গান শোনার জন্য রাতে ঠিক মতোন ঘুমাতেও পারেন না। ফলে মানসিক অবসাদেও ভুগছেন তিনি। স্ত্রীকে বারন করলে রাগে ক্ষেপে গিয়ে ঘরের জিনিস পত্রও ভাঙচুর করে বলে অভিযোগ ওই চিকিৎসকের।
শুধু তাই নয়, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, রাতে কয়েকজন যুবকের সঙ্গে কথা বলে, কিছু বলতে গেলে ফের মারধর, অশান্তি। এই পরিস্থিতিতে শারীরিক ও মানসিক চাপে পড়ে পুলিশের দ্বারস্থ হন ওই চিকিৎসক। ইভিএম নিউজ