ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুলাইঃ (Latest News) বর্তমান সময়ে অনলাইনে লেনদেন অনেকটাই বেড়েছে। বিশেষত কোভিডকাল থেকে। আর সেই ধারা অব্যাহত রেখে বেড়েছে অনলাইনে লেনদেন। বিভিন্ন খাবার দোকান, নিত্যপ্রয়োজনীয় দোকানে দেখা যায় এর ব্যবহার। তাই এবার খুচরো সমস্যা মেটাতে, বেসরকারি বাসগুলিতে চালু হচ্ছে স্ক্যান করে টিকিট কাটার ব্যবস্থা। এই নয়া ভাবনায় আগ্রহ দেখিয়েছে পরিবহন দফতরও।

এই প্রসঙ্গে বাস মালিকদের বক্তব্য, এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন খুচরো সমস্যার ঘাটতি মিটবে, তেমনই টাকা চুরি করার প্রবণতাও কমবে। তাই এই ব্যবস্থা চালু করার জন্য দফায় দফায় আলোচনা করছেন বাস সংগঠনের মালিকেরা।

সূত্রের খবর, এটির জন্য নির্দিষ্ট একটি অ্যাপ থাকবে যেখানে যাত্রীরা অ্যাপ ডাউনলোড করতে পারবেন।পরে সেই অ্যাপে কত নম্বর বাসে কোথা থেকে কোথায় যাবেন তা উল্লেখ করে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এবং টিকিট কাটার পরে মোবাইলে একটি মেসেজ পাবেন যাত্রীরা। এর জন্য বাসের মোট ৩০ টি জায়গায় কিউআর কোড লাগানো থাকবে।

সম্ভবত পুজোর আগেই এই প্রক্রিয়া চালু করার ভাবনায় রয়েছে বাস সংগঠন। বিশেষ করে নিউ টাউন সেক্টর ফাইভ রুটের বাসে এই ব্যবস্থা চালু করা হবে বলে সূত্রের খবর। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর