ব্যুরো নিউজ, ৮ সেপ্টেম্বর: স্কুলে ৩ দৃষ্টিহীন পড়ুয়াকে ধর্ষণ! গ্রেফতার স্কুল মালিক।
আবারও শিক্ষাস্থল নিয়ে প্রশ্নচিন্হ। এবার হরিদেবপুর ব্লাইন্ড স্কুলে ধর্ষণের অভিযোগ। হরিদেবপুর কবরডাঙ্গা ডিএফ ব্লাইন্ড স্কুলের ধর্ষণের ঘটনায় গ্রেফতার স্কুলের মালিক জাবেশ দত্ত ও রাঁধুনি বাবলু কুণ্ডু। লালবাজার থানার সাহায্য নিয়ে হরিদেবপুর থানায় ঘটনার অভিযোগ জানায় শিশু কল্যাণ সমিতির লোকজন ও কমিশনের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে স্কুলের মালিক সহ স্কুলের রাঁধুনিকেও গ্রেফতার করা হয়।
এই হোমে মূলত অনাথ ও গরিব দৃষ্টিহীন বাচ্চাদের রাখা হয়। এই হোমেরই ৩ জন দৃষ্টিহীন ছাত্রীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ ওঠে। ইতিমধ্যে আভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলে হরিদেবপুর থানার পুলিশ। এই ব্লাইন্ড স্কুলের পিছনে আরও অন্য কোনও চক্র চলছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ইভিএম নিউজ