ইভিএম নিউজ ব্যুরো, ১০ এপ্রিলঃ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনেই উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সুরুন ১ নং অঞ্চলের খরস্রোতা এলাকায় সুই নদীর পাড় বাঁধানোর কাজের উদ্যোগ নিলেন বিধায়ক মোশারফ হুসেন। খরস্রোতা এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বিকেলে সুই নদী পাড় বাঁধানোর কাজের শুভ সূচনা করেন ইটাহারের বিধায়ক তথা সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হুসেন।
জানা গিয়েছে, দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে খরস্রোতা এলাকায় সুই নদীর ভাঙ্গনের জেরে ব্যাপক সমস্যার মুখে পড়েছিলেন এলাকার বাসিন্দারা। ভাঙ্গনের কবলে পড়েছিল চাষের জমি থেকে শুরু করে বসতবাড়িও। গ্রামবাসীরা লিখিতভাবে এই সমস্যার কথা জানান স্থানীয় বিধায়ক সহ উত্তর দিনাজপুর জেলা ও ইটাহার ব্লক প্রশাসনকে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে বিধায়ক মোশারফ হুসেন তৎপরতার সঙ্গে সুই নদীর পাড় বাঁধানোর উদ্যোগ গ্রহণ করেন। এই কাজের জন্য রাজ্য সেচ দপ্তর প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করে বলে জানা গিয়েছে। সুই নদীর পাড়ে বোল্ডার পিচিং করতে হবে, আর এর জন্যই ওই টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন সেই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক। নদী পাড় বাঁধানো হলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে জানান মোশারফ হুসেন। বিধায়ক এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক মোশারফ হুসেন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা দাস, ব্লক তৃণমূল সহ সভাপতি কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ অবিরুদ্দিন সরকার, অঞ্চল তৃণমূল নেতৃত্ব অব্দুল গনি, জাহাঙ্গীর আলম, অঞ্চল যুব নেতৃত্ব হেলাল শেখ সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। (EVM News)