সিঙ্গুর

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: সিঙ্গুর মামলায় রাজ্য সরকারকে কটাক্ষ শমীকের

ন্যানো মামলায় জোর ধাক্কা রাজ্যের। সিঙ্গুরে ন্যানোর কারখানা বন্ধ করে দেওয়ার জেরে, টাটা মোটরস সংস্থাকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। ৩০ অক্টোবর এই রায় দিল তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল। শুধু তাই নয়, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১১ শতাংশ হারে সুদও দিতে হবে।

ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বিশেষ বাস-মেট্রো পরিষেবা

এই বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘বিজেপি বলপূর্বক জমি অধিগ্রহণের পক্ষপাতী নয়। তবে চাষযোগ্য জমির চরিত্র যখন বদলে গিয়েছিল, তখন আমরা চেয়েছিলাম বাজারমূল্যের তিনগুণ অর্থ জমির মালিকদের দিতে হবে। এছাড়া পরিবারের একজন সদস্যের চাকরির ও জমির মালিকদের হাতে যোগ্য ক্ষতিপূরণ তুলে দিতে হবে।’

‘এছাড়াও আমাদের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আরও ১০০ একর জমি জোগাড় করে অনিচ্ছুক ৪০০ জনকে কিছুটা পরিমাণ করে জমি ফিরিয়ে দিক। কিন্তু তৃণমূলের জেদ ও সিপিএম সরকারের অদূরদর্শিতার ফলে সিঙ্গুরে শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটেছে।’

‘যেখানে একটা ইন্টার ন্যাশান্যাল হাব হতে পারতো সেখানে শ্মশানের শান্তি বিরাজ করছে। ভুল বার্তা গেছে, দেশ ও দেশের বাইরের শিল্পপতীদের কাছে।’ ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর