সার্ভিস

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা জওয়ানের!

নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান। জানা যায়, চাপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর সীমান্তে কর্মরত ছিলেন ওই জওয়ান। বয়স ৩৫ এর মৃত জওয়ানের নাম মনমোহন সিং। তিনি রাজস্থানের জয়পুরে বাসিন্দা।

দ্রব্যমূল্য বৃদ্ধি| রবি ফসল চাষে চাষীদের কপালে চিন্তার ভাঁজ

বিএসএফ সূত্রে জানা যায়, চাপড়া থানার হৃদয়পুর সীমান্তে ৮২ নম্বর ব্যাটালিয়ানে ছিলেন ওই জওয়ান। নিত্যদিনের মতো বুধবারও কর্তব্যরত করছিলেন ওই বিএসএফ। তবে সাড়ে পাঁচটা নাগাদ আচমকা গুলির শব্দ শুনতে পান অন্য জওয়ানরা। কী হয়েছে বুঝে ওঠার আগেই দেখেন সীমান্তের ২০৫ নম্বর পয়েন্ট এলাকায় মাটিতে পড়ে রয়েছেন তিনি। দেখা যায় মাথায় গুলির ক্ষত চিহ্ন।

রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন মনমোহন সিং-কে। চিকিৎসার জন্য ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তবে অতিরিক্ত রক্তক্ষরণে কারণে মৃত্যু হয় ওই জওয়ানের। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল? ওই জওয়ান মানসিক অবসাদের ভুগছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ইভিএম নিউজ




		

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর