সোনার

রাজীব ঘোষ, ২৬ অক্টোবর: সামনেই ধনতেরস, সোনার দর কি কমবে? 

দেশ জুড়েই চলছে উৎসবের মরশুম। সামনেই ধনতেরস। আর ধনতেরস মানেই গয়না কেনার সময়। বিশেষ করে সোনা ও রুপোর গয়না এই ধনতেরসের সময়ে কেনার ঝোঁক বাড়ে মানুষের মধ্যে। ধনতেরসের সময় সকলেই সোনা কিনতে আগ্রহী। আর এই মুহূর্তে শুধু গয়না বা সৌন্দর্যের জন্য নয়, সোনায় বিনিয়োগ করার প্রতি ঝোঁক বাড়ছে মানুষের। তাই প্রথমেই প্রশ্ন উঠছে, ধনতেরসের সময়ে সোনা রুপোর দাম কোন জায়গায় পৌঁছাতে পারে? সম্প্রতি বিশ্ব অর্থনীতির পরিস্থিতি অস্থির।

ফাটাফাটি কয়েকটি মিউচুয়াল ফান্ড | টাকা রাখলেই কেল্লাফতে

পরিস্থিতি ভালো না হলে আগামী দিনের সোনা ও রুপোর দাম আরো বাড়তে পারে। কারণ একটু একটু করেই ভারতের সোনার বাজার বাড়ছে। হলুদ ধাতুর উপর বিনিয়োগের আগ্রহ তৈরি হচ্ছে। আর এই দাম বাড়ার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে এখন বিনিয়োগ করতে পারলে ভবিষ্যতে ভালো লাভ উঠতে পারে।

তবে পরিসংখ্যান অনুযায়ী, দীপাবলি ও ধনতেরসের জন্য প্রতিবছর কয়েক টন সোনা রাখা হলেও এবার তার পরিমাণ খুব কম হবে। এই মুহূর্তে অস্থির অর্থনীতির জন্য সোনার দাম যেকোনো সময় বাড়তেও পারে, আবার একেবারে তলানিতেও নেমে যেতে পারে। তাই খুব ভেবেচিন্তে সোনায় বিনিয়োগ করতে হবে।

মনে করা হচ্ছে, আসন্ন দীপাবলীর সময় প্রতি গ্রাম সোনার দাম ৫৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। রুপোর দাম পৌঁছতে পারে ৬৩ হাজার টাকা প্রতি কেজি। শুধু তাই নয়, ধনতেরসে স্বর্ণমুদ্রারও বিরাট চাহিদা থাকে। এবার ২ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে স্বর্ণমুদ্রার। কারণ ধনতেরসের কিছুদিন পরেই শুরু হয়ে যাবে বিবাহের মরশুম। ফলে খুব স্বাভাবিকভাবেই সোনার চাহিদা বাড়তে থাকবে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর