ব্যুরো নিউজ, ২২ ডিসেম্বর: সাপ সম্পর্কে সচেতনতা শিবির
বীরভূমের সিউড়িতে প্রভাত জ্যোতির্ময়ী কলেজে সাপ সম্পর্কে সচেতনতা শিবির ও সেমিনার।
আড়াই বছরেই খুদের ঝুলিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস
১৯ ডিসেম্বর বীরভূমের সিউড়ি প্রভাত জ্যোতির্ময়ী কলেজে অনুষ্ঠিত হয় সর্প সচেতনতা সেমিনার। সাপ সম্পর্কে আতঙ্ক এবং চিরাচরিত ভুল ধারণা থেকে সচেতন করতে এই শিবিরের আয়োজন করা হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, এই কলেজটি আবদারপুর জাতীয় সড়কের সংলগ্ন মাঠ এলাকায় গড়ে উঠেছে। মাঝে মধ্যে সাপের উপদ্রব ছাত্র-ছাত্রীদের আতঙ্কিত করে। সম্প্রতি ওই কলেজের এক কর্মীকে সাপ কামড়ায়। হাসপাতালে চিকিৎসার পর উনি সুস্থ আছেন। সাপের আতঙ্ক ভীতি দূরীভূত করতে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো লক্ষ্যে এই সেমিনার।
এই সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্প বিশেষজ্ঞ তথা শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। এদিন তিনি সাপ সম্পর্কীয় নানা তথ্য নির্ভর পরামর্শ দেন, সেই সঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণ ও কুসংস্কার নিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে আলোকপাত করেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা। ইভিএম নিউজ