মুখে

ব্যুরো নিউজ, ১২ ডিসেম্বর: সানির মুখে রিঙ্কুর প্রশংসা 

এবার দঃ আফ্রিকা সফররত ভারতীয় টিমের ব্যাটার রিঙ্কু সিং- এর প্রশংসা শোনা গেলো প্রাক্তন ভারতের ক্রিকেট ক্যাপ্টেন সুনীল গাভাস্কারের মুখে। একই সঙ্গে তিনি প্রশংসা করেছেন যশস্বী জয়সওয়ালের। ভারতের ব্যাটিং লাইন আপে ৩ নম্বরের জন্য তৈরি হয়ে গেছেন যশস্বী জয়সওয়াল। রিঙ্কুর আক্রমণাত্মক ব্যাটিঙে মুগ্ধ গাভাস্কার।

সাহুর ৩৫৪ কোটি, তল্লাশি রাজ্যেও

একটি টিভি চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রিঙ্কু অসাধারণ প্রতিভা সম্পন্ন। সব ধরনের ম্যাচেই সে নিজের দক্ষতা প্রমান করেছে। এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেট তাড়কা যুবরাজ সিং- এর উদাহরণ দিয়ে বলেন, অনেকেই রিঙ্কুর মধ্যে যুবরাজের ছায়া দেখছেন। তাঁর মারকুটে ব্যাটিং সবাই উপভোগ করছে। ওর থেকে যুবরাজের মতো ব্যাটিং সবাই দেখতে চাইছেন।

তবে দঃ আফ্রিকা গিয়ে বৃষ্টির মুখে পড়েছে ভারত। ডারবানে প্রথম খেলা বৃষ্টিতে ভেস্তে গেছে। কেবের হায় দ্বিতীয় ম্যাচেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা। দঃ আফ্রিকার মাঠ নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল। ভারতীয় দল সোমবার মাঠে কিছুক্ষন অনুশীলনও করেছে। কিন্তু ম্যাচ আদৌ হবে তো? সেটাই বহু মুল্যবান প্রশ্ন। ইভিএম নিউজ   

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর