সাত সকালে রামলালের রুটমার্চ | আতঙ্ক এলাকায়

ব্যুরো নিউজ, ৮ সেপ্টেম্বর: সাত সকালে রামলালের রুটমার্চ | আতঙ্ক এলাকায়

সাঁকরাইলের ছত্রী চুনপাড়া এলাকায় ভোর সকালেই রামলালের রুটমার্চ। গ্রামের মধ্যে ঢুকে দাপিয়ে বেড়ালো দাঁতাল, ঘটনায় আতঙ্ক এলাকায়।

গুজরাট মেট্রো প্রজেক্টের বরাত পেল বাংলা

গোটা রাত সাঁকরাইলের চুনপাড়া, বালিভাষা এলাকায় তান্ডব চালিয়ে আজ সকাল নাগাদ চুনপাড়া গ্রামে মেন রোডের ওপর দাপিয়ে বেড়াতে দেখা গেল রামলালকে। দিনের বেলা এলাকায় হাতি ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়।

সকালে গ্রামে প্রবেশ করে রামলাল চুরি করল কুমড়ো, তারপর সেই কুমড়ো নিয়েই ফিরে যায় পার্শ্ববর্তী জঙ্গলে। কিন্তু হঠাৎ করে দিনে-রাতে হাতি প্রবেশ করায় গোটা সাঁকরাইলজুড়ে এখন হাতি আতঙ্ক। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর