কি

ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: সাক্ষাৎকারে মিঠুনের সম্পর্কে এ কি বললেন শক্তি?

শক্তি কাপুর ও মিঠুন চক্রবর্তী এরা দুজন হলেন বলিউডের সেরা অভিনেতা। তাঁদের আলাপের সূত্রপাত কিন্তু বলিউডে অভিনয় শুরু করার অনেক আগে থেকেই। তাঁদের সম্পর্কের ইতিহাসটা যে এরকম, তা কে জানত। পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় তাঁদের আলাপ হয়। মিঠুন ছিলেন শক্তি কাপুরের সিনিয়র। মিঠুন ও শক্তি কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখার পর একাধিক ছবিতে কাজ করেছেন। বাদল, পেয়ার কা কর্জ, দালাল, গুন্ডা, ও  ক্রান্তি ক্ষেত্রর মতো ছবিতে একসঙ্গে দেখা যায় এই দুই অভিনেতার।

সদ্য সেসব দিনের ঘটনার কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শক্তি কাপুর। তাঁর দাবি, মিঠুন ও তাঁর বন্ধুরা শক্তিকে র‌্যাগিং করেছিলেন। তিনি বলেন,  মিঠুন ও তাঁর বন্ধুরা শক্তির চুল কেটে রাতে তাকে একটি ঘরে বন্দি করে রেখে দিয়েছিলেন।  তখন ভয়ে কেঁদে ফেলেন শক্তি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর