ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: সরল হচ্ছে নিয়োগ পরীক্ষা
চাকরিতে কর্মরত অবস্থায় যাদের মৃত্যু ঘটেছে তাদের নিকট আত্মীয়দের সেই জায়গায় চাকরি দেওয়ার ক্ষেত্রে নিয়ম আরও সরল করলো রাজ্য সরকার। ‘ডাই ইন হারনেস’ কেসে মৃতের নিকট আত্মীয়রা যাতে সহজে চাকরি পায় সেই জন্যই এই পথে হাঁটছে রাজ্য সরকার। নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার পরীক্ষার বিষয় সহ স্টেট সার্ভিস ল ও রিক্রুটমেন্ট টু ক্লারিকাল ক্যাডার আইনটি রাজ্য সরকারের বিবেচনাধীন। ফলে এই সমস্ত ক্ষেত্রে চাকরি দেওয়া অসুবিধা হচ্ছে।
অর্থ দফতরের থেকে জানানো হয়েছে, মৃত সরকারী কর্মীদের অনেকের পরিবারের অবস্থান দুর্বিষহ। শূন্য পদের নিরিখে নিয়ম শিথিল হলে যোগ্যতা অনুসারে এল ডি ক্লার্কের শুন্য পদে নিয়োগ করা যাবে। কম্পিউটার পরীক্ষায় কোন বাধ্যবাধকতা থাকবে না। চাকরিতে প্রবেশন পিরিয়ডে থাকার সময় সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করতে হবে। নির্দিষ্ট সময়ে পাশ না করলে স্থায়ী হবেনা। পদোন্নতি বাধাপ্রাপ্ত হবে। সরকারের নতুন নির্দেশে কাটবে নিয়োগ জট। বর্তমানে মহকুমা শাসক ও জেলা শাসকের দফতরে বহু পদ ফাঁকা রয়েছে। ইভিএম নিউজ