সতর্ক

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর: সতর্ক ভারত| তবুও ফাইনালে লড়াই হাড্ডাহাড্ডি? 

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই ভোল্টেজ সেমি ফাইনালে জিতেছে ভারত। ব্যাটিং বোলিং ফিল্ডিং সবেতেই নিরঙ্কুশ প্রাধান্য রেখে প্রায় অনায়াসে জয় পেয়েছে ভারত। তবে ক্রিকেট উপভোগ করা দেশ নিউজিল্যান্ড গতকাল ভাবিয়ে দিয়েছিলো ভারতকে। বিশেষত নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে কেন উইলিয়ামসন, মিচেল মার্শ, ফিলিপ্স একসময় ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলো।

গুরুত্বপূর্ণ সময় মহম্মদ সামির ক্যাচ মিস ভারতকে আরও কঠিন সমস্যায় ফেলতে পারত। কিন্তু দুরন্ত সামি মোক্ষম সময় সাত উইকেট নিয়ে নিউজিল্যান্ডের কোমর ভেঙ্গে দিয়েছিলো। কিন্তু ক্যাচ মিস ফাইনালে কখনোই কাম্য নয়। অস্ট্রেলিয়া অথবা দঃ আফ্রিকা যেই দলই ফাইনালে উঠুক না কেন লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা। কারন, অস্ট্রেলিয়া ফাইনালে উঠলে বেগ দিতে পারে ভারতকে। আবার দঃ আফ্রিকাও ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসাবে খুব সহজ হবেনা।

সপ্তাহে সাতই দিনই চলবে বন্দে ভারত! কোন রুটে কতো দিন এই বিশেষ পরিষেবা? 

এবারের বিশ্বকাপে সব দলই হেরেছে ভারতের কাছে। মাইক গ্যাটিং ও গ্রাহাম গুচ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলো ভারতকে। তাই সিদুরে মেঘ দেখছেন অনেক ক্রিকেট বোদ্ধাও। সেকথা মাথায় রেখেছিলো ভারতীও ক্রিকেটার। ফাইনালে ভারতকে চ্যালেঞ্জের মুখে পরতে হবে জেনেই নামতে হবে মাঠে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবে সামি বুমরাহ ও সিরাজ তিন পেসার বল করছেন দাপিয়ে। স্পিনার জাদেজা ও চায়না ম্যান কুলদিপ যাদব যোগ্য সঙ্গত দিচ্ছে। ওপেনিং সহ পর পর ভারতের ৬ ব্যাটার দুরন্ত ফর্মে। বিরাট কোহলি ১০০ রান নিয়ে মাতামাতি হলেও সেমি ফাইনালে স্রেয়শ আইয়ার কাজের কাজটা করে দিয়ে গেছেন। ফাইনালের দিকে তাকিয়ে আছে দেড়শো কোটির ভারত। আরও কি নয়া রেকর্ড অপেক্ষা করছে? ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর