ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি: সড়ক দুর্ঘটনায় নিহত শ্রীলঙ্কার প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার ২৫ শে জানুয়ারি কলম্বোর কাতুনায়েকে এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শ্রীলঙ্কার প্রতিমন্ত্রী সানাথ নিশান্ত ও তার নিরাপত্তা কর্মীর।
নিয়োগকাণ্ডে দেবরাজ ও বাপ্পাদিত্যকে সিবিআই- য়ের তলব
দুর্ঘটনাটি ঘটে কাতুনায়েকে থেকে কলম্বোর দিকে যাওয়ার পথে। নিশান্ত, তার নিরাপত্তা কর্মী ও চালক সহ একটি জীপে করে যাওয়ার সময় একটি কন্টেনার গাড়িকে ধাক্কা মারে ও রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। এরপরেই তাঁদের সবাইকে গুরুতর অবস্থায় রাগামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করানোর সময় নিশান্ত ও পুলিশ কনস্টেবল জয়কোদি মারা যান। পুলিশ জানিয়েছে, জীপের চালক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ইভিএম নিউজ