ইভিএম নিউজ ব্যুরো, ২০ জুনঃ (Latest News) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি। সোমবার বিকেল সাড়ে ছটা নাগাদ ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস ৩১ নম্বর জাতীয় সড়কে গোয়ালটুলি মোর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলপিজি গ্যাস ট্যাঙ্কারের পাশ কাটাতে গিয়েই গ্যাস ট্যাঙ্কারের গাড়ির নিচে ঢুকে যায় একটি বাইক। ছিটকে পড়েন দুই ব্যক্তি তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে এলপিজি গাড়ি চালক।

অন্যদিকে এশিয়ান হাইওয়েতে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক তারাই এই ঘটনা দেখতে পেয়ে ছুটে গিয়ে গাড়িটিকে আটক করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এলপিজি গাড়ি চালক।

জানা গিয়েছে,  রাস্তার কাজ চলছিল প্রবল বৃষ্টির জেরে সেখানে কাদা ও জল জমে থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এর পরেই আহত দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। এরপরেই খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।

আহতরা হলেন সঞ্জীব মন্ডল শিলিগুড়ির শক্তিগড় ১ নাম্বর রাস্তার বাসিন্দা অপর জন বেলাকবা মান্তাদারী রফিকুল ইসলাম বাসিন্দা। একটি প্রাইভেট কোম্পানিতে তারা কাজ করেন। খড়িবাড়ি থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা। আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে পড়ে ৩১ নাম্বর জাতীয় সড়কে। গ্যাস ট্যাঙ্কার গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর