ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সাহাজ্যের প্রতিশ্রুতি আইএমএফ এর

শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সাহাজ্যের প্রতিশ্রুতি দিলো আইএমএফ। শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য আরও ৩ হাজার ৩৩৭ লক্ষ ডলার অর্থনৈতিক সাহায্যে দেওয়ার কথা তারা বলেছেন।

প্রকাশিত পরিবেশ সংক্রান্ত নতুন খসড়া
শ্রীলঙ্কাকে যে ৪৮ মাসের বর্ধিত তহবিলের সুবিধা দিয়েছিলো আইএমএফ, সেই সংক্রান্ত প্রথম সমীক্ষাটি সম্পন্ন করে আইএমএফের বিশেষ একটি কমিটি।
তার পরেই শ্রীলঙ্কাকে অর্থ সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়। ইভিএম নিউজ
 
				
 
								 
								 
								 
								
















