ইভিএম নিউজ ব্যুরো, ৯ মেঃ ভিনরাজ্যে কাজে গিয়ে মালদার শ্রমিকদের মৃত্যুমিছিল অব্যাহত ৷ এবার ভিনরাজ্যে টাওয়ারের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল জেলার দুই শ্রমিকের৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন৷ রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির গুরুগাঁওয়ে৷ মৃতদেহ দেহ ফিরিয়ে আনা নিয়ে আর্থিক সমস্যায় পড়েছে পরিবার৷ এই অবস্থায় তাঁদের সবরকম সহযোগিতা করে যাচ্ছেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সী৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় কাজ না পেয়ে গত ২৮ এপ্রিল গুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন মালদার বেশ কিছু শ্রমিক৷ বিভিন্ন ব্লক থেকে তাঁরা সেখানে গিয়েছিলেন ৷ গতকাল সেখানে টাওয়ারের উপর চেপে ইলেকট্রিক তার লাগানোর কাজ করছিলেন মালদার তিন শ্রমিক৷ দুর্ঘটনাবশত তাঁরা তিনজনই উপর থেকে নীচে পড়ে যান৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রতুয়া-১ ব্লকের বাহারাল অঞ্চলের আমিরুল শেখ (২৭) ও ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের রহিম শেখের (২৯) ৷ গুরুতর আহত হন বাহারাল অঞ্চলের সাহাপুর গ্রামের হুমায়ুন শেখ (২৯)৷ বর্তমানে তিনি গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷রবিবার সন্ধেয় এই খবর পৌঁছোতেই শোকের আবহ আমিরুলের বাড়ি সহ গোটা গ্রামে৷ যদিও এই পরিস্থিতিতে নিহতদের পরিবারের পাশে রয়েছেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সী৷ (EVM News)