শৈল

ব্যুরো নিউজ, ২ ডিসেম্বর: শৈল শহরে বিপাকে বিজেপি

গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্তকে জিতিয়েছিল দার্জিলিং। কিন্তু প্রায় ৫ বছর কেটে গেলেও সেই সময় দেওয়া একটাও প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি। শুক্রবার সেই প্রশ্ন তুলে পাহারে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড চিঠি পাঠিয়েছেন সাংসদ রাজু বিস্ত ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে।

কংগ্রেসের সমালোচনায় কৌস্তভ

পাহাড়বাসীর আবেদন ছিল চা শ্রমিকদের ন্যুনতম মজুরি স্থির করতে হবে। ১১ টি জনজাতিকে তপশিলি ভুক্ত করতে হবে। কিন্তু সেইসব প্রতিশ্রুতি দিয়েও তা অধরা রয়ে গেছে। এডওয়ার্ড জানিয়েছেন, বিজেপি প্রতিশ্রুতি পূরণ না করলে হামরো পার্টি তাদের সমর্থন করবে না। বরং বিজেপির বিরুদ্ধে তাঁরা পাহাড় জুড়ে প্রচারে নামবে। আসন্ন লোকসভার শীতকালীন তথা শেষ অধিবেশনে পাহাড়ের কোন সমস্যার এজেন্ডাই আলোচনায় নেই।

সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বিনয় তামাং বিজেপি পাহাড়বাসীদের ধোঁকা দিয়েছে বলে কটাক্ষ করে। সাংসদ রাজু বিস্ত বলেন, কেন্দ্রীয় সরকারের উপর আস্থা রাখতে হবে। তিনিও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছেন। আসন্ন অধিবেশনেই পাহাড়ের সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। ইভিএম নিউজ 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর