চতুর্থতম

ব্যুরো নিউজ, ৫ জানুয়ারি: শুরু সর্ববৃহৎ চতুর্থতম সংগীত মেলা

দমদমে শুরু হলো পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চতুর্থতম সংগীত মেলা। দক্ষিণ দমদমের প্রাক্তন পৌর প্রধান পরিষদ প্রবীর পালের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। ৩ জানুয়ারি শুরু হয় দমদমের সংগীত মেলা। মেলার উদ্বোধন করেন সাংসদ সৌগত রায়।

কুলতলিতে মিললো হালুমের পায়ের ছাপ! আতঙ্কে গ্রামবাসী

সংগীত মেলা চলবে ৩ জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত। দমদম সেন্ট মেরি’স স্কুলের মাঠে সঙ্গীত মেলা হচ্ছে। আয়োজিত সেই মেলা পরিনত হবে তারকাদের মেলায়। মেলার কটাদিন সেখানে চোখে পড়ছে তারাদের ভিড়। কে নেই সেখানে? সোনু নিগম থেকে শুরু করে সেই মেলায় থাকছেন ইমন চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, ফসিলস, হৈমন্তী শুক্লা, সৌরেন্দ্র, সৌম্যজিৎ, সৌমলতা, সাহেব চ্যাটার্জী সহ আরো অনেকেই।

এই মেলার প্রবেশ অবাধ। মেলা শুরু হচ্ছে দুপুর ৩ টে থেকে। সংগীত শুরু হবে বিকেল ৫:৩০ থেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়, বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক তাপস রায়, ও সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর