ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: শুনানি চলাকালীন আদালতে আগুন | ধোঁয়ায় ভরলো চারদিক
আদালতে চলছে শুনানি, সওয়াল জবাব চলছে দুই পক্ষের, সেই সময়েই ভয়ঙ্করকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে আগুন। ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিক। এজলাস চলাকালীন এমন কালো ধোঁয়া নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত-সহ গোটা চত্বরে।
পার্লামেন্টে হানা: সাসপেন্ড ১৫ বিরোধী সাংসদ
এই অবস্থায় হুড়োহুড়ি পড়ে যায় আদালতের মধ্যেই। ঘটনাস্থলে আসে দমকল। রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়। কিন্তু কোথায়? কীভাবে লেগেছে আগুন?
আদালতের ছাদ পরিষ্কারের কাজ চলছে। আর ছাদ পরিষ্কার করে নোংরা আবর্জনাতে আগুন লাগিয়ে দেন সেখানকারই এক কর্মী। আর সেই আগুনের ধোঁয়াতেই ভরে গিয়েছে গোটা এলাকা। সেই সময় আদালত চত্বরে পুলিশ ও দমকল কর্মী। ঘটনায় ওই সাফাই কর্মীও হতবাক হয়ে পরেন। তিনি অবশ্য এতো সাত-পাঁচ না ভেবেই ওই নোংরা আবর্জনাতে আগুন ধরিয়েছিলেন!
এবিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রঞ্জন মিত্র বলেন, “আমাদেরকে জানিয়ে যদি কাজটি করত, তাহলে আদালতে থাকা কর্মী-সহ স্থানীয় লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়াতো না।” ইভিএম নিউজ