ব্যুরো নিউজ, ৩ জানুয়ারি: শীতেও অব্যাহত ডেঙ্গির দাপট | মৃত ১
বছর ঘুরে গেলেও কমেনি মশাবাহিত রোগ ডেঙ্গির দাপট | বছরের শেষ দিনেও রাজ্যে মশাবাহিত ওই রোগে মৃত্যু হল ফরিদা বিবি নামে এক মহিলার। রবিবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দেগঙ্গার বাসিন্দা ওই মহিলার। সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন বছর ৪৩ এর ফরিদা। রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে। এরপর প্রথমে তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে দিন তিনেক থাকার পরে ২৯ ডিসেম্বর ছুটি দেওয়া হয়েছিল বলে জানান ওই মহিলার ভাই মোক্তার আলি। তাঁর কথায়, “বাড়িতে আসার পরে দিদি এক দিন বেশ ভালই ছিল। পরের দিন আচমকাই আবার অসুস্থ হয়ে পড়ে। জ্ঞান হারিয়ে ফেলে”। ৩১ ডিসেম্বর সকালে পরিজনেরা ফরিদাকে বেলেঘাটা আইডি হাসপাতালে এনে ভর্তি করেন।
বন্ধ ঘর থেকে মা- বাবা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার
প্রথম থেকেই ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন ছিলেন ওই মহিলা। চিকিৎসকেরা জানিয়েছেন, ডেঙ্গি শক সিনড্রোমে আক্রান্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে আনা হয়েছিল। ওই দিনই কয়েক ঘণ্টা পরে সেই কারণে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, আরও জাঁকিয়ে ঠান্ডা না পড়া পর্যন্ত ডেঙ্গির প্রকোপ থাকবে। তাতে সংখ্যায় কম হলেও লোকজন আক্রান্ত হবেন।
সূত্রের খবর, ২০১২- ২৩ এই ১২ বছরের মধ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা এই বছরই সর্বাধিক। সরকারি ভাবে আক্রান্ত বা মৃতের কোনও পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। এমনকি, কেন্দ্রীয় পোর্টালেও ২০২৩-এর তথ্য আপলোড করা হয়নি। পুরো বিষয়টি নিয়ে কার্যত মুখে কুলুপ বঙ্গের স্বাস্থ্যকর্তাদের। ইভিএম নিউজ