ব্যুরো নিউজ, ১৬ জানুয়ারি: শিশির অধিকারীকে আদালতের সমন
তৃণমূল সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীকে সমন জারির নির্দেশ দিলো আদালত। তৃণমূল নেতা কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় কলকাতার নগর দায়রা আদালত ওই নির্দেশ দেয়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, তাঁর সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করেছেন শিশিরবাবু।
পাইকারি বাজারে বাড়ছে নিত্যপন্যের দাম
শিশিরবাবু সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার আদালতের শুনানিতে ওই ৩ জনকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে। বলে হয়েছে ১১ মার্চ অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকতে হবে। শিশির অধিকারীর আইনজীবী সোমবার জানিয়েছেন, তাঁদের হাতে এখনো আদালতের কোন কাগজপত্র পৌঁছায়নি। মামলার বিষয়ে তাঁদের জানা থাকলেও কাগজে কি লেখা আছে তা তাঁরা এখনো জানেন না।
নির্বাচনে অংশ নেওয়া শিশির অধিকারী নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় শিশিরবাবুর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল। এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে কুণাল সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করেন শিশির অধিকারী। আগামী ১১ তারিখ শিশির অধিকারী সহ ৩ জন আদালতে হাজিরা দেন কিনা সেই দিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। ইভিএম নিউজ