ইভিএম নিউজ ব্যুরো, ৯ মার্চঃ এক ছাদের নীচে পশ্চিমবঙ্গের সব জেলার সেরা হস্তশিল্পের সম্ভার। বাংলার তাঁত থেকে খাদি এবং হস্তশিল্পের রকমারি সম্ভার নিয়ে প্রথমবার একসঙ্গে খাদি, হস্তশিল্প এবং তাঁতমেলা। বাংলার হস্তশিল্পের প্রদর্শনীর জন্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর এবং বস্ত্র দফতরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।দার্জিলিং, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম সহ বিভিন্ন জেলার হস্তশিল্প ও বস্ত্রের রকমারি সম্ভারের পাঁচশো স্টল এখানে রয়েছে। তার মধ্যে নজর কাড়ছে পাটের তৈরি হরিণ, খরগোশ,বক ইত্যাদি। আর এই পাট দিয়েই সত্যেন্দ্রনাথ বাবু বানিয়ে ফেলেছেন নানান রকম জিনিস।
উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদ এর বাসিন্দা সত্যেন্দ্রনাথ বাবু এবং তার স্ত্রী মিলে দীর্ঘ ২০ বছর ধরে পাট দিয়ে নানান রকম জিনিস বানিয়ে লোকেদের অবাক করে চলেছেন। এমনকি ,পাটের তৈরি নানান জিনিস বানিয়ে ১৮ বার রাজ্য সরকারের হাত থেকে পুরস্কারও পেয়েছেন । শিলিগুড়ি শিল্পী হাটে তার দোকানে রীতিমত ভিড় পড়ে গিয়েছে।
১০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জিনিস তার দোকানে রয়েছে। সত্যেন্দ্রনাথ বাবুর দাবি, লোকেরা যা বলবেন তাই বানিয়ে দিতে পারবেন তিনি। সত্যেন বাবুর দোকানে এত ভিড় হয়েছে যে সময়ের অভাবে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। দোকানে বসেই বানিয়ে নিচ্ছেন হাতি, হরিণ, ময়ূর, খরগোশ, পেঁচা সহ আরো অনেক জিনিস।
সত্যেন বাবু জানান, দীর্ঘ কুড়ি বছর ধরে তিনি আর তার স্ত্রী মিলে এই কাজ করছেন। পাটের তৈরি জ্যাকেট থেকে শুরু করে পাটের মূর্তিও বানিয়েছেন তিনি। এমনকি ,পাটের তৈরি মহাত্মা গান্ধী মূর্তি বানিয়ে পুরস্কার প্রাপ্তিও হয়েছে তাঁর।পাটের তৈরি নজর কাড়া হস্তশিল্পের সম্ভার মনে ধরেছে মেলায় আগত দর্শকদেরও। তাই অনেকেই ভিড় করছেন এই স্টলে, কিনে নিয়ে যাচ্ছে পছন্দমত ঘর সাজানোর জিনিস।