শাহজাহানের

ব্যুরো নিউজ, ১৮ জানুয়ারি: শাহজাহানের গ্রেফতার নিয়ে পুলিশে অনাস্থা হাইকোর্টের

ঘটনার ১৩ দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো ধরা পড়লনা সন্দেশখালি কাণ্ডের কিংপিন শাহজাহান শেখ। হাইকোর্ট সিট গঠনের পরেও পুলিশের কাজকর্মে বৃহস্পতিবার বিরক্ত প্রকাশ করলো কোর্ট। বিচারপতি বলেন, ইডির তদন্তকারীরা ভাঙতে পারেনি শাহজাহানের বাড়ির মূল ফাটকের তালা।

ভুয়ো জব কার্ড: তদন্তে ৪ সদস্যের কমিটি গড়ল হাইকোর্ট

এদিকে ইডির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হলো। কিন্তু তাঁদের দায়ের করা এফ আই আর লঘু করে দেখাল পুলিশ। যেখানে ইডির গোয়েন্দারা ঢুকতেই পারেনি শাহজাহানের বাড়িতে সেখানে বাড়ির একজন কর্মচারীর অভিযোগে কিভাবে ইডির বিরুদ্ধে শাহজাহানের বাড়ি লুটপাট ও কয়েকশো গ্রামবাসীর সামনে দিনের আলোয় ইডির অফিসারেরা মহিলাদের শ্লীলতাহানি করে তা বিস্ময়কর। পুলিশের উচিৎ নৈরাজ্য নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা।

এমনকি বিচারপতি ইডি ও বিরোধী দলের আশঙ্কা দেশের সীমান্ত পেরিয়ে পালাতে পারে শাহজাহান। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। ইতিমধ্যেই শাহজাহানকে ধরতে হাইকোর্ট সিট গঠন করলেও তাঁকে রাজ্যের পুলিশ কতোটা সাহায্য করবে সেই বিষয়ে প্রশ্ন আছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কয়েকপা এগিয়ে বলেন, পুলিশই হয়তো নিরাপত্তা দিচ্ছে। শাহজাহানকে পালিয়ে জেতে সাহায্য করছে। এরাই তৃণমূলের হয়ে ভোট করায়। তাই তারা চান না শাহজাহান গ্রেফতার হোক। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর