শাসক

ব্যুরো নিউজ, ১২ জানুয়ারি: শাসক-বিরোধী দ্বন্দ্ব! উত্তপ্ত ভাঙড়

লোকসভার নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়। ইতিমধ্যেই নিজেদের খুঁটি গাড়তে ময়দানে জোরকদমে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। আর এবার প্রচার চালাতে গিয়ে ফের শাসক-বিরোধী দ্বন্দ্ব উত্তপ্ত ভাঙড়।

অন্যরূপে বিচারপতি গঙ্গোপাধ্যায় | বইমেলায় প্রকাশিত হচ্ছে তার কবিতার বই

দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলা আইএসএফ-তৃণমূলের। নওশাদ শিবিরের লোকজনকে মারধরের অভিযোগ ওঠে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। উল্টে তৃণমূলের লোকজনকে মারধর ও গুলি করার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের খড়গাছি এলাকায়।

ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌছায় ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও এলাকায় পুলিশি টহলদারি চলছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন খড়গাছি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফের কর্মীরা। অভিযোগ, সেই সময়েই তৃণমূলের লোকজন এসে তাঁদের বাধা দেয়। তখনই দু-পক্ষের মধ্যে বচসা শুরু হয়। চলে গুলি, ফলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনের আহত হওয়ার খবর মিলেছে। একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় আহত ব্যক্তির পরিবার। তবে তাঁরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর, তাঁদের কলকাতার এক সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর