ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর: শব্দ দানবের কারনে দিল্লিতে ফের বাড়ল বায়ু দূষণের মাত্রা
দেশের শীর্ষ আদালত ও প্রশাসনের নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে রবিবার রাতে মাত্রাহীন শব্দবাজি ও আতশবাজি ফাটল দিল্লিতে। ফলে দিল্লিতে বাড়লো বায়ু দূষণের মাত্রা। বৃথা গেল দেশের শীর্ষ আদালত, কেজরিওয়াল সরকারের নিষেধাজ্ঞা ও প্রচার অভিযান- সবকিছুই। ঠেকানো গেল না শব্দ দানবকে।
মেইতেই আন্দোলন রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের
বিকেল থেকেই কার্যত বাজির আওয়াজে কেঁপে উঠেছিলো দিল্লির বিভিন্ন এলাকা। কিছুদিন আগে বৃষ্টির ফলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু রবিবার সেই পরিস্থিতি আগের থেকে আরও ভয়ংকর রূপ ধারণ করে।
ফলে চরতে থাকে বায়ু দূষণের পারদ।
কেন্দ্রীয় দূষণ পর্ষদের দাবি রবিবার সকালে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা কম ছিল কিন্তু বিকেল গড়াতেই সেই মাত্রা নিয়ন্ত্রণ ছাড়িয়ে যায়। ফলে ফের শব্দ দানবের কারণে দূষিত হয় দিল্লির বাতাস। ইভিএম নিউজ