ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: লোকাল ট্রেনের মহিলা কামরায় চলল গুলি | মৃত পুলিশ কনস্টেবল

হাওড়াগামী বর্ধমান লোকালে চলল গুলি। ট্রেনে তখন যথেষ্টই ভিড়। সকলেই ব্যস্ত নিজ নিজ গন্তব্যে পৌঁছতে। আচমকাই গুলির শব্দ! সকলেই স্তম্ভিত! চলন্ত লোকাল ট্রেনে গুলি চালাল কে?
স্কুল সার্ভিস কমিশনের ওপর কড়া কলকাতা হাই কোর্ট
সিটের কোণে রক্তাক্ত যুবক, হাতের মুঠোয় তাঁর বন্দুক ধরা। রক্তাক্ত ওই যুবক। হাওড়া- বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল। আত্মঘাতী ৪৪ বছরের কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখাঁ।
ট্রেনের যাত্রীরা জানান, তাঁর মোবাইলে একটি ফোন আসে। তারপরই তিনি গুলি চালিয়ে দেন নিজের কপালে। জানা গিয়েছে, শুভঙ্করের বাড়ি বর্ধমানের বড়নীলপুরে।

ঘটনায়, এসআরপি হাওড়া(জিআরপি)পঙ্কজ দ্বিবেদী জানান, আপ হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন তিনি। আচমকাই পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে রেলের তরফে জানানো হয়, ব্যক্তিগত কারণেই কোনওভাবে মানসিক অবসাদে ছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইভিএম নিউজ


















