অরুপ পাল, ৪ মার্চঃ ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের পারফরম্যান্স নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলছে। প্রশ্ন উঠেছে তাঁর কোচিং পদ্ধতি নিয়ে। আই এস এল টুর্নামেন্টে এগারো দলের মধ্যে ইস্টবেঙ্গল দশম স্থানে। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া লাল হলুদ সমর্থকরা চাইছেন স্টিফেন কনস্ট্যানটাইনের ছাঁটাই। এমনকি ইস্টবেঙ্গল কর্তারাও স্টিফেনকে কোচ হিসেবে রাখতে নারাজ। এইকথা তারা জানিয়েও দিয়েছেন ইনভেস্টর ইমামি গ্রুপকে। তাই বল এখন ইমামির কোর্টে।

বিশ্বস্ত সূত্রের খবর ইমামি কর্তারাও চাইছেন না ব্রিটিশ কোচ স্টিফেনকে। কোচ স্টিফেন সহ বিদেশী ফুটবলাররা ছুটি কাটাতে দেশে ফিরে গিয়েছেন। ১৫ থেকে ১৭-ই মার্চের মধ্যে ছুটি কাটিয়ে তাদের সকলেরই কলকাতায় ফেরার কথা। ১৮-ই মার্চ থেকে সুপার কাপের অনুশীলন শুরু হওয়ার কথা ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের। এতো অল্প সময়ের মধ্যে নতুন কোচ খুঁজে পাওয়া এবং সেই কোচের পক্ষে দায়িত্ব নিয়ে দলকে সুসংহত করে তোলা অসম্ভব। তাই বিরাট কিছু অঘটন না ঘটলে সুপার কাপেও লাল হলুদ শিবিরের কোচের দায়িত্ব পালন করবেন স্টিফেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর