ব্যুরো রিপোর্ট ,৯ সেপ্টেম্বর :লংকাবাহিনীর হৃদয়ভঙ্গের দায়িত্বে তৌহিদ হৃদয়। শ্রীলংকার প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সের জন্যই তৌহিদ হৃদয়কে দলে নিয়েছে বাংলাদেশ । শ্রীলংকার লিগে খেলার দরুন প্রত্যেকটা স্টেডিয়ামকেই হাতের তালুর মতোই চেনেন হৃদয় ।
কিন্তু গত ম্যাচগুলোতে তৌহিদ হৃদয় ভালো পারফরমেন্স না করতে পারায় আজ তার উপরেও রয়েছে নিজেকে প্রমান করার চাপ ।ইভিএম নিউজ