
G20 শুরুতেই বাজিমাত মোদীর
ব্যুরো রিপোর্ট ,৯ সেপ্টেম্বর :G20 শুরুতেই বাজিমাত মোদীর। আফ্রিকান ইউনিয়নকে G-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির স্থায়ী সদস্য হিসেবে নাম প্রস্তাব করলেন নরেন্দ্র মোদি। আফ্রিকান ইউনিয়নকে G-20 নিয়ে এসে নরেন্দ্র মোদী ভারত নরেন্দ্র মোদী পারতপক্ষে চীনকে কোনঠাসা করে দিলেন। চীন আফ্রিকান দেশগুলোর ওপর তার অর্থনৈতিক এবং ভৌগলিক প্রভাব ক্রমশ ক্রমশ বিস্তার করেছিল। আর চীন যখনই কোন দেশে তার অর্থভাণ্ডার নিয়ে যায় তখন সে