ইস্টবেঙ্গলের রোগ সারছে না। আইএসএলে ফের মশাল নিভল জামশেদপুর এফসির বঙ্গ তনয় ঋত্বিক দাসের জয়সূচক গোলে। ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে শীতের সন্ধেয় কয়েক হাজার লাল-হলুদ সমর্থক প্রিয় দলের খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন। কারণ প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল জয় পেয়েছিলো। ফলে ফিরতি পর্বে প্রিয় দল জিতবে এমন প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু এবার জামশেদপুরের কাছে ১-২ গোলে হেরে তাঁদের হতাশ হয়ে ফিরতে হয়। এইসংগে সাহেব কোচ স্টিফেন কনস্টান্টাইনের হেডস্যারের আসন কিন্তু টলোমলো। যদিও এই ইস্টবেঙ্গল দলে হাতে গোনা গুটি কয়েকজন ছাড়া এই দলে খেলার যোগ্যতা আছে কিনা এ নিয়ে ময়দানের আনাচ কানাচে প্রশ্ন উঠে গিয়েছে।
ব্রাজিলীয় ফুটবলার ক্লেটন সিলভার গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিলো ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্পাত নগরীর দলের দীর্ঘদেহী বিদেশী ফরোয়ার্ড হ্যারি সয়্যার গোল শোধ করে দেন। এরপর মহেশ, ভিপি সুহের, লিমারা একাধিক সুযোগ পেয়েও হাতছাড়া করেন। খেলার শেষ লগ্নে ৮৬ মিনিটে ঋত্বিকের দুরন্ত হেডার লাল হলুদ জালে জড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মশাল নিভে যায়। ১৩ ম্যাচে ইস্টবেঙ্গলের এটি নবম পরাজয়। পয়েন্ট ১২। এই হারের ফলে তারা নামলো নবম স্থানে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর