
ডেভেলপমেন্ট লিগে ড্র করলো মহামেডান স্পোর্টিং
অরূপ পাল, ২৫ মার্চঃ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ম্যাচে এগিয়ে থেকেও জয় পেল না মহামেডান স্পোটিং ক্লাব। শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলা ম্যচের ফলাফল ১-১। প্রথমার্ধে কোনো গোল হয়নি। ম্যাচের বয়স যখন পঞ্চান্ন মিনিট তখন সাদা কালো শিবিরকে গোল করে এগিয়ে দেন মাঝমাঠের খেলোয়াড় অনুভব ভট্টাচার্য।। ম্যাচ শেষ হওয়ার ঠিক সাত মিনিট আগে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে জামশেদপু।