রেল ব্রিজের রাস্তায় জল

ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর: রেল ব্রিজের রাস্তায় জল | সমস্যায় সাধারণ মানুষ

পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পুরসভার ১৩নং ওয়ার্ডের কাজিপাড় রেল ব্রিজের রাস্তায় জমে রয়েছে প্রায় এক হাঁটু জল। জল জমে থাকায় সমস্যার মধ্যে পড়ছে কাজিপাড় এলাকায় মানুষেরা।

বর্ষাকালে ছ’মাস হাঁটু জল থাকে!

রেল ব্রিজের রাস্তায় জল জমে থাকায় কাজকর্মে যেতে পারছে না দাঁইহাটর স্থানীয় মানুষ। এমনকি মাঠে চাষের কাজে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে কাজিপাড় এলাকার মানুষের। এই পরিস্থিতিতে রেল ব্রিজের রাস্তায় জমে থাকা জলে দাড়িয়েই বিক্ষোভ দেখায় কাজিপাড় এলাকার স্থানীয় বাসিন্দারা।

 

বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেল তাদের সঙ্গে পরামর্শ না করে রাস্তাটি তৈরি করেছে। এই রাস্তা তৈরি হওয়ার পর থেকেই জলে জমে থাকছে রাস্তায়। জল থাকার জন্যে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। রাস্তাটি নতুন করে মেরামত করা হলে এলাকার মানুষদের যাতায়াত করতে সুবিধা হবে বলে দাবি কাজিপাড় এলাকার মানুষে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর