রাজীব ঘোষ, ৪ সেপ্টেম্বর: রেলের শেয়ারে মাত্র ৬ মাসে টাকা ডবল! মাত্র ৬ মাস সময়ের মধ্যে আপনার বিনিয়োগ করা টাকা ডবল হয়ে যেতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

রেলের শেয়ারে মাত্র ৬ মাসে টাকা ডবল!  আর এই ঘটনা ঘটতে পারে একমাত্র শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে। তার বাইরে ব্যাঙ্ক, পোস্ট অফিস থেকে শুরু করে যে কোনও আর্থিক প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করলে অন্ততপক্ষে ডবল হতে 8 থেকে ১০ বছর কম বেশি সময় লেগে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে স্টক মার্কেটের কোনও মাল্টিব্যাগার স্টকে (Multibagger Stock) যদি বিনিয়োগ করা হয়, তাহলে ৬ মাসের মধ্যেই টাকা দ্বিগুণের বেশি উঠে আসতে পারে।

ব‍্যাঙ্কেই টাকা ডবল!

তবে একথাও ঠিক, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি তো একটা রয়েছে। কিন্তু তার সাথে এটাও মানতে হবে, ঝুঁকি না নিলে কখনোই মাত্র ৬ মাসের মধ্যে জমানো টাকা দ্বিগুণ হওয়ার মত অন্য কোনো স্কিম কোথাও নেই। ফলে বিরাট পরিমাণে লাভ করতে চাইলে ঝুঁকি নিতেই হবে। এবার দেখা যাক, কোন Multibagger Stock এই লাভ তুলে দিয়েছে বিনিয়োগকারীদের?

স্টক মার্কেটে এমন অনেক স্টক রয়েছে, যেগুলি এক বছরের মধ্যে দ্বিগুন থেকে তিনগুণ টাকা লাভ তুলে দিতে পারে। সেক্ষেত্রে যে স্টকের কথা বলা হচ্ছে, সেটি হল রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ার (Rail Vikash Nigam Limited) এক বছরের মধ্যে এই রেলের শেয়ারে বিনিয়োগকারীরা সাড়ে চার গুণ টাকা উপার্জন করেছেন। চলতি সময়ে বাজারের লেনদেনে দেখা যাচ্ছে, রেল বিকাশ নিগমের শেয়ার দর ৫.৬৫ শতাংশ থেকে বেড়ে গিয়ে ১৩৮.৪৫ টাকায় বন্ধ হয়েছে। গত ৫ দিনে রেলের এই শেয়ার দর ১১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এক মাসের মধ্যে রেলের এই শেয়ারে স্টকের দামে ওঠানামা হয়েছে। আর বৃদ্ধি প্রায় ১২ শতাংশের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে।

ফলে রেল বিকাশ নিগম লিমিটেডের এই শেয়ারের দাম বেড়েছে ১১০ শতাংশের বেশি। তাও গত ৬ মাস সময়ের মধ্যে। এত কম সময়ের মধ্যে এই স্টকটি তার বিনিয়োগকারীদের লগ্নির টাকা ডবল করে দিয়েছে। এই বছরের শুরু থেকেই ১০০ শতাংশের বেড়েই বেশি দর বেড়েছে স্টকের। যেখানে গত এক বছরে ৩২২ শতাংশের বেশি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে রেলের এই শেয়ারের দর যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে লগ্নিকারীরা ছয় মাসের কম সময়ের মধ্যেই লগ্নিকৃত টাকা ডাবল করে নিতে পেরেছেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর