ব্যাহত

ব্যুরো নিউজ, ০১ জানুয়ারি: রেললাইনে ফাটল | ব্যাহত ট্রেন চলাচল 

বছরের প্রথম দিনেই রেললাইনে ফাটলের ফলে শেওড়াফুলি স্টেশনের কাছে হাওড়া বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হল।
সকাল সাড়ে সাতটা নাগাদ ডাউনলাইনে ফাটল নজরে আসার পরেই হাওড়াগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে, সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় রুটিন টহলদারি করার সময় ছয় নম্বর লাইনের ফাটল চোখে পড়ে রেল কর্মীদের।

ইসকনের হরেকৃষ্ণ উৎসব 

এরপর শুরু হয় মেরামতি কাজ। সকাল আটটা থেকে লাইনে পাত বদলের কাজ শুরু হয়। তবে এখনো পর্যন্ত ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তা হতে বেলা গড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগেই পরপর একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। কিছু ট্রেনকে বিকল্প লাইন দিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা করা হয়।

এরপর ট্রেনগুলি অতি ধীরগতিতে পরবর্তী স্টেশন শ্রীরামপুরে পৌঁছায়। এই ফাটলের ফলে বছরের প্রথম দিনে ট্রেনে উঠে দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর