ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুনঃ (Latest News) এবার দম্পতিদের জন্য সুখবর! ঝক্কি কমাতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। তাই এবার রাজ্যে শুরু হতে চলেছে ‘তৎকাল বিয়ে’। শুনে কিছুটা চমকে যাচ্ছেন তো? অর্থাৎ সামাজিকভাবে বিয়ে করার একদিনের মাথায় রেজিস্ট্রি সেরে ফেলতে পারবেন এবার থেকে। এর আগে একমাত্রই দিল্লিতেই নিয়মটি প্রচলিত ছিল। এবার সেই পথে এগোচ্ছে বাংলাও।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও যুগল সোশ্যাল ম্যারেজ বা সামাজিকভাবে বিয়ে করার আগে যদি রেজিস্ট্রি করতে চান সেক্ষেত্রে তাঁদের কমপক্ষে এক মাস আগে আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে হয়। কিন্তু, এবার সামাজিক বিয়ের এক দিনের মধ্যে রেজিস্ট্রি সম্পন্ন করা যাবে। উল্লেখযোগ্যভাবে, শুধুমাত্র হিন্দু ম্যারেজ অ্যাক্টেই তৎকাল বিয়ে সম্ভব।
উল্লেখ্য, সামাজিক বিয়ের পর আবেদন করলে রেজিস্ট্রির জন্য এক সপ্তাহ সময় লাগে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে সামাজিক বিয়ের পরেও আট দিন। এবার সেই সময় কমতে এক দিন হতে চলেছে। তবে জেনে নিন আপনাদের কি কি সুবিধা হতে পারে?
নতুন নিয়ম অনুযায়ী, অনেক কম সময়ে যুগলরা রেজিস্ট্রি করাতে পারবেন। সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করার পর তাঁদের আর আট দিনে অপেক্ষা করতে হবে না। জানা গিয়েছে, এই নিয়ম বদল সংক্রান্ত খসড়া তৈরি করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলেই রাজ্যে শুরু হবে তৎকাল বিয়ে। পাশাপাশি কর্মসূত্রে যারা অন্য রাজ্যে বসবাস করেন, তাদের ক্ষেত্রে এটা বড় সুবিধা।
এরসঙ্গে যে সব কপোত-কপোতী লং ডিস্টেন্স থাকেন, তাদের জন্য এটি দারুণ খবর। অনলাইনে রেজিস্ট্রির সুযোগ পাবেন তারা।
সূত্রের খবর, ২০২৪ সাল নাগাদ এই নয়া নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর রেজিস্ট্রি বিয়ে থেকে রাজ্যের কোষাগারে ঢুকেছে প্রায় এক কোটি ৩৩ লাখ টাকা। বর্তমানে রেজিস্ট্রারের কাছে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রি করালে জমা দিতে হয় ১২৫ টাকা। অন্যদিকে, রেজিস্ট্রার বাড়িতে গেলে সেই টাকা বেড়ে হয় ২৫৫। (EVM News)



















