অবশেষে সমস্তরকমের জল্পনার অবসান ঘটিয়ে চার হাত এক করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার কেএল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি । তারই মধ্যেই ফাঁস হয়ে গেল বিয়ের তারিখ। আগামী ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। সূত্রের খবর , সুনীল শেঠির খান্ডালা বাংলোয় বিয়ের যাবতীয় কাজ হবে। বিয়ের ব্যাপারে দুজনের পরিবারই তেমনকিছু খোলসা করেনি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। সূত্রের খবর ,আমন্ত্রিতদের তালিকায় থাকবেন বলিউড ও খেলার মাঠের তারকারা। মহেন্দ্র সিং ধোনি থেকে জ্যাকি শ্রফ সকলেই। বিয়ে নিয়ে সুপার এক্সসাইটেড এই জুটি। তাঁদের প্রেমপর্ব নিয়ে নতুন করে কিছু বলার কিছু নেই। সম্প্রতি আথিয়ার ভাইয়ের মুভির প্রিমিয়ারে দেখা গিয়েছিলো তাঁদের দুজনকে। এছাড়াও আথিয়ার জন্মদিনেও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোম্যান্টিক পোস্ট করতে দেখা গিয়েছে রাহুলকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর