এলিজিবল ব্যাচেলার থেকে ম্যারেড রাহুল
দীর্ঘ প্রতীক্ষার অবসান। এলিজিবল ব্যাচেলার থেকে এবার ম্যারেড ভারতীয় ক্রিকেটের উইকেটকিপার কেএল রাহুল। জীবনসঙ্গিনী হলেন বলিউড তারকা আথিয়া শেট্টি। আর ‘ফাদার ইন ল’ বনে গেলেন সুনীল শেট্টি। শুরু হয়ে গেল রাহুলের দ্বিতীয় ইনিংস। চাঁদের হাট ছিল এই বিয়েকে কেন্দ্র করে। বিবাহ সম্পন্ন হতেই উপস্থিত সমস্ত সংবাদ মাদ্ধমের প্রতিনিধিদের মিষ্টি বিতরণ করলেন সুনীল নিজে হাতে । খান্ডালার খামার বাড়িতে ধুমধাম করে