ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর: রাস্তার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে আদিবাসীরা
দুর্গা পূজার সামনে গ্রামের রাস্তার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি
বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর ৫১২ নম্বর জাতীয় সড়কের উপরে। পথ অবরোধকারীদের অভিযোগ, গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের পারগাও গ্রামের প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহালদশা, রাস্তায় বড় বড় গর্ত, যার জেরে যাতায়াতের জন্য চরম অসুবিধার মধ্যে পড়তে হয় ওই গ্রামের সাধারণ মানুষদের।
বুধবার গ্রামের রাস্তা সংস্কারের দাবি তুলে পারগাও গ্রামের বাসিন্দারা মহারাজপুর এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তা অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। যদিও পথ অবরোধকারীদের দাবি, আগামিদিনে তাদের গ্রামের রাস্তা সংস্কার না হলে আরও বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি। ইভিএম নিউজ